গবেষণা ও একাডেমিক কাজকে সহজ করতে Win + R কমান্ডগুলোর ব্যবহার শিখুন!
যারা নিয়মিত রিসার্চ বা একাডেমিক কাজে কম্পিউটার ব্যবহার করেন, তাঁদের জন্য Windows-এর Win + R (Run command) একটি অত্যন্ত কার্যকর ফিচার। এই কমান্ডগুলো ব্যবহার করে খুব সহজে প্রয়োজনীয় সিস্টেম টুল, ফোল্ডার বা সেটিংস চালু করা যায়। এতে সময় বাঁচে, কাজের গতি বাড়ে এবং গবেষণা বা লেখালেখির কাজ আরও সহজ হয়। নিচে প্রয়োজনীয় কিছু Run কমান্ডের তালিকা তুলে ধরা হলো —