২০২০ পরবর্তী বলিউড তো প্রায় হারিয়েই গিয়েছিল ইন্ডিয়ার অন্যান্য সাউথ ইন্ডাস্ট্রির কাছে।সাউথের একের পর এক বড় বড় স্কেলের মুভির সাথে কোনোরকমেই বলিউড টেক্কা দিতে পারছিল না।না বলিউড তাদের সাথে পেরেছিল কন্টেন্ট এ টেক্কা দিতে না কালেকশন এর দিক দিয়ে টেক্কা দিতে। সবাই ভেবেই নিয়েছিল বলিউড ইন্ডাস্ট্রির অধ:পধত এসে গেছে। বলিউড ইন্ডাস্ট্রি আর ব্যাক করতে পারবে না।ঠিকই তখন ২০২৩ এর প্রথমে মুক্তি পেল পাঠান। পাঠান ইতিহাস সৃষ্টি করল পাঠান অলটাইম ব্লকবাস্টার হলো / ইন্ডাস্ট্রি হিট হলো বলিউড ইন্ডাস্ট্রির মোড় ঘুরে গেল,বলিউড ইন্ডাস্ট্রি কামব্যাক করল। বলিউড ইন্ডাস্ট্রি আবারও স্বপ্ন দেখতে শুরু করল।তারপর মুক্তি পেল শাহরুখ এর জাওয়ান এটা ও ইন্ডাস্ট্রি আর জাওয়ানের মাধ্যমে বলিউড পূর্বের দাপট ফিরে পেল বলিউড আবারও বুক ফুলানোর সাহস পেল আর একই মধ্যে বলিউডে পুরোপুরি কামব্যাক করল।এর পরিপ্রেক্ষিতেই হিট হলো শাহরুখ খানের ডাংকি,টাইগার ৩, অ্যানিমেল সহ বেশ কিছু মুভি।
আর সবগুলোর পিছনে ভালো হওয়ার বিগ ইমপ্যাক্ট আমি মনে করি পাঠান।এইজন্য আমি মনে করি কামব্যাক ইয়ারের জনক বলিউড বাদশা শাহরুখ খান।